ইউএস বাংলা ফুটওয়ার লি. (ভাইব্রান্ট) হচ্ছে ইউএস বাংলা গ্রুপের একটি প্রটিষ্ঠান। বাংলাদেশের বর্তমান সময়ে গ্রাহকের সব থেকে আস্থাভাজন ও বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান যা যুগের সাথে তাল মিলিয়ে রুচিশীল মানুষদের পছন্দের প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। গতিশীল, নিরবচ্ছিন্ন ও সর্বোচ্চ মানের গ্রাহক সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইউএস বাংলা ফুটওয়ার লি. এ বেশকিছু সৎ, পরিশ্রমী, স্মার্ট ও সুন্দর ব্যবহারের অধিকারী বিক্রয় সহকারী নিয়োগ দেওয়া হবে।

পদের নাম
বিক্রয় সহকারী / সেলসম্যান ।

দায়িত্বসমূহঃ
• শো-রুমে সেলস কাজে পারদর্শী হতে হবে,
• সুন্দর কথাবার্তা ও আচার-আচারন সুন্দর হতে হবে,
• প্রোডাক্ট সম্পর্কে ভাল জ্ঞান এবং স্টক ও স্টোর সম্পর্কে স্বচ্ছ ধারনা থাকতে হবে,
• দলগত কাজে পারদর্শী ও কঠোর পরিশ্রমী হতে হবে,
• বিক্রয় বৃদ্ধিসহ সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করতে হবে
• নতুন নতুন ফ্যাশন ট্রেন্ড সম্পর্কে স্বচ্ছ ধারনা এবং গ্রাহকের চাহিদা সম্পর্কে ধারণা নেওয়া,
• প্রোডাক্ট প্রদর্শনীর ব্যাপারে স্বচ্ছ ধারনা এবং শো-রুমের পরিবেশ সুন্দর রাখা।
শিক্ষাগত যোগ্যতাঃ
• কমপক্ষে এসএসসি পাস হতে হবে,
• অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
অন্যান্য যোগ্যতাসমূহঃ
• উচ্চতা কমপক্ষে ৫’৪” এবং ওজন উচ্চতার অনুপাতে,
• বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং ৩০ বছরের বেশি না,
• কম্পিউটার চালনায় পারদর্শী হলে অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মস্থলঃ
• ইউএস বাংলা ফুটওয়ার লি. এর ভাইব্রান্ট শো-রুমে,
• বাংলাদেশের যে কোন জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধাদিঃ
• কোম্পানির নিয়ম অনুযায়ী আকর্ষণীয় বেতন,
• প্রতি মাসে শো-রুমের মোট বিক্রয়ের উপর ২% হারে সেলস কমিশন,
• চাকরি স্থায়ী হবার পরে বছরে দুই ঈদ বোনাস।
যোগাযোগের ঠিকানাঃ
ইউএস বাংলা ফুটওয়ার লি. (ভাইব্রান্ট), বাসা-৮৭, রোড-১১, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, গুলশান, ঢাকা-১২১২। অথবা Email - Career@vibrantbd.com

প্রয়োজনঃ ক। সর্বশেষ সংশোধিত বায়োডাটা (সিভি)।
খ। সাম্প্রতিক পাসপোর্ট সাইজের পাঁচ কপি রঙিন ছবি এবং তিন কপি এনআইডি/জন্ম সনদ।
গ। একাডেমিক সার্টিফিকেট এবং মার্কসিটের ফটোকপি।
ঘ। আপনার মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং দুই কপি এনআইডি/জন্ম সনদ।